অনেক দিন আগের কথা ।
একটা নদীর পাড়ে একটা অনেক বড়
আপেল গাছ ছিল । একটা ছোট্ট
ছেলে প্রতিদিন
গাছটারকাছে যেতো এবং গাছটার
কাছাকাছি খেলতে পছন্দ করতো ।
সে গাছে চরতো , আপেল খেতো ।
এবং ক্লান্ত হয়ে গেলেগাছের
ছায়ায় ঘুমিয়ে পরতো ।
সে গাছটাকে ভালবাসাতো । আর
গাছটা ভালবাসতো ছ...েলেটার
সাথে খেলতে । সময় গড়িয়ে চলল . . . . .
ছোট্ট ছেলেটাবড় হতে লাগলো ,
এবং তখন সে আর আগের
মতো প্রতিদিন গাছটার
চারিদিকে খেলতে যেতো না ।
একদিন ছেলেটা গাছটার কাছে আসলো ।
তার
মনখুব খারাপ ছিলো ।
গাছটা ছেলেটাকে বলল
"আসো। আমার সাথে খেলো ।"
ছেলেটা জবাব দিলো "আমি আর
ছোট্ট বাচ্চা না । আমি এখন কোন
গাছের সাথে খেলি না । আমার এখন
খেলনা দরকার । এবং খেলনাকিনার জন্য
দরকার
টাকা ।" গাছটা বলল "দুঃখিত ।
আমার কাছে তো টাকা নেই ।
কিন্তু তুমি আমার আপেল
গুলো নিতে পারো ।
এগুলো বেচে তুমি টাকা পেয়ে যাব
ছেলেটা গাছের
কথা শুনে উত্তেজিতো হয়ে উঠলো ।
সেগাছের সব আপেল পেড়ে নিল।
এবং খুশি মনে ফিরেগেলো ।
ছেলেটা আপেল গুলো পেড়ে নেবার পর
আর
ফিরে আসলো না । গাছটার মন খারাপ
হয়ে গেলো ।
একদিনছেলেটা আবার গাছটার
কাছে ফিরে আসলো উত্তেজিতো ভঙ্গ
গাছটা ছেলেটাকে বলল "আসো।
আমার সাথে খেলো ।"
ছেলেটা বলল"আমার
খেলার সময় নেই । আমাকে আমার
পরিবারের
জন্য কাজ করতে হবে । আমার এখন
বসবাসের জন্য একটা ঘর লাগবে ।
তুমি কি আমাকে সাহায্য
করতে পারবে ?" গাছটা জবাব
দিলো"দুঃখিত।
আমি তো তোমাকে ঘর দিতে পারবো না ।
কিন্তু
তুমি আমার ডালগুলো কেটে ঘর
বানাতে পারো ।"
ছেলেটা গাছটার সব ডাল
কেটেনিলো এবং খুশি মনে চলে গে
গাছটা ছেলেটার আনন্দ দেখে অনেক
খুশি হল । কিন্তু
ছেলেটাআর ফিরে আসলো না ।
গাছটা আবার একাহয়ে গেলো ।
একদিন গ্রীষ্মের একটা প্রচন্ড গরমের
দিনে ছেলেটা আবার
আসলো । গাছটা ছেলেটাকে দেখে খুব
খুশি হল ।
গাছটা ছেলেটাকে বলল"আসো।
আমার সাথে খেলো ।" ছেলেটা বলল
"আমি খুব
দুঃখি ।
আমি বুড়ো হয়ে যাচ্ছি । আমি এখন
একটু সমুদ্রে ঘুড়ে আসতে চাই ।
তুমি কি আমাকে একটা নৌকাদিতে
গাছটা জবাব দিলো "আমার
গুড়ি তুমি নৌকা বানাতেকাজে লাগ
তুমিঅনেক
দূরে ঘুড়তে যেতে পারবে এবং আনন্
পাবে ।"তখন ছেলেটা গাছের
গুড়ি কেটে নিলো এবং একটা নৌকা
সে সমুদ্র
ভ্রমনে চলে গেলো এবং অনেক দিন
পর্যন্ত আর
ফিরলো না ।
ছেলেটা অনেক অনেক বছর
পরআবার ফিরে আসলো ।
গাছটাছেলেটাকে দেখে বলল
"আমি খুবই দুঃখিত বাবু ।
তোমাকে দেওয়ার মতো আমার আর
কিছুই নেই।
তোমারজন্য কোন
আপেল নেই।" ছেলেটা বলল "আপেল
খাওয়ারমতো দাত আমার নেই ।"
গাছটা বলল "আমার পিঠে চড়ার
জন্য কোন গুড়ি নেই ।"
ছেলেটা বলল "আমি অনেক
বুড়োহয়ে গেছি ।
তাই তোমার
পিঠে চড়তে পারবো না ।"
গাছটা দুঃখ নিয়ে বলল"তোমার জন্য
আমার কাছে আর কিছুই নেই ।
যা আছে , তা হল কিছু
মরমরা শিকড় ।" ছেলেটা বলল "আমার
এখন
বেশি কিছুই চাইনা ।
শুধুবিশ্রা মের
একটা জায়গা পেলেইআমি খুশি ।"
গাছটা একটু
খুশি হয়ে বলল"পুরোনো গাছের
শিকড় বিশ্রামেরজন্য আদর্শ জায়গা ।
আসো আমার
সাথেএসে বসো এবং বিশ্রাম
নাও।"
ছেলেটাগাছটারপাশ ে এসে বসলো ।
গাছটা অনেক
খুশি হলো এবং অশ্রুমাখা হাসি হা
এই গল্পটা সবার জন্যই প্রয়োজন
গল্পটা প্রতিকি ।
এখানে গাছটা দিয়ে আমাদের মা-
বাবা কে বুঝানো হয়েছে । আমরা যখন
ছোট ছিলাম ।
আমরা মা- বাবার সাথে খেলতে পছন্দ
করতাম
। যখন
আমরা বড় হয়ে যাই
তখনতাদেরকে ছেড়ে চলে যাই ।
আমাদের প্রয়োজনে অথবা যখন
আমরা বিপদে পরলেই শুধু তাদের
কাছে ছুটে আসি । মা-বাবা সব সময়
আপনার
সাথেই থাকবে ।
এবং আপনাকে খুশি করার সাধ্যমত
চেষ্টা করেন । আমাদের অনেকের
অবস্থাই অনেকটা গল্পের ছেলেটার
মতো ।
যেখানে ছেলেটা"গাছ" টার সাথে নিষ্ঠুর
ব্যাবহার করেছে ,
গাছটা কে সবসময়
একটা বোঝা মনে করেছে ।
ভুলে যাবেননা , মা- বাবা আপনারজন্য
অনেক বড় সম্পন
। আল্লাহতালা র সর্বশেষ্ঠ উপহার
আপনার
জন্য ।
তাদেরকে বোঝা মনেকরবেন না ।
আর তাছাড়ামা-
বাবা আপনারসাথে সারাজীবন
থাকবে না । তাই আসুন
আজকে থেকে প্রতিজ্ঞা করি মা-
বাবাকে আর
কখনো কষ্ট
দিবো না ।
একটা নদীর পাড়ে একটা অনেক বড়
আপেল গাছ ছিল । একটা ছোট্ট
ছেলে প্রতিদিন
গাছটারকাছে যেতো এবং গাছটার
কাছাকাছি খেলতে পছন্দ করতো ।
সে গাছে চরতো , আপেল খেতো ।
এবং ক্লান্ত হয়ে গেলেগাছের
ছায়ায় ঘুমিয়ে পরতো ।
সে গাছটাকে ভালবাসাতো । আর
গাছটা ভালবাসতো ছ...েলেটার
সাথে খেলতে । সময় গড়িয়ে চলল . . . . .
ছোট্ট ছেলেটাবড় হতে লাগলো ,
এবং তখন সে আর আগের
মতো প্রতিদিন গাছটার
চারিদিকে খেলতে যেতো না ।
একদিন ছেলেটা গাছটার কাছে আসলো ।
তার
মনখুব খারাপ ছিলো ।
গাছটা ছেলেটাকে বলল
"আসো। আমার সাথে খেলো ।"
ছেলেটা জবাব দিলো "আমি আর
ছোট্ট বাচ্চা না । আমি এখন কোন
গাছের সাথে খেলি না । আমার এখন
খেলনা দরকার । এবং খেলনাকিনার জন্য
দরকার
টাকা ।" গাছটা বলল "দুঃখিত ।
আমার কাছে তো টাকা নেই ।
কিন্তু তুমি আমার আপেল
গুলো নিতে পারো ।
এগুলো বেচে তুমি টাকা পেয়ে যাব
ছেলেটা গাছের
কথা শুনে উত্তেজিতো হয়ে উঠলো ।
সেগাছের সব আপেল পেড়ে নিল।
এবং খুশি মনে ফিরেগেলো ।
ছেলেটা আপেল গুলো পেড়ে নেবার পর
আর
ফিরে আসলো না । গাছটার মন খারাপ
হয়ে গেলো ।
একদিনছেলেটা আবার গাছটার
কাছে ফিরে আসলো উত্তেজিতো ভঙ্গ
গাছটা ছেলেটাকে বলল "আসো।
আমার সাথে খেলো ।"
ছেলেটা বলল"আমার
খেলার সময় নেই । আমাকে আমার
পরিবারের
জন্য কাজ করতে হবে । আমার এখন
বসবাসের জন্য একটা ঘর লাগবে ।
তুমি কি আমাকে সাহায্য
করতে পারবে ?" গাছটা জবাব
দিলো"দুঃখিত।
আমি তো তোমাকে ঘর দিতে পারবো না ।
কিন্তু
তুমি আমার ডালগুলো কেটে ঘর
বানাতে পারো ।"
ছেলেটা গাছটার সব ডাল
কেটেনিলো এবং খুশি মনে চলে গে
গাছটা ছেলেটার আনন্দ দেখে অনেক
খুশি হল । কিন্তু
ছেলেটাআর ফিরে আসলো না ।
গাছটা আবার একাহয়ে গেলো ।
একদিন গ্রীষ্মের একটা প্রচন্ড গরমের
দিনে ছেলেটা আবার
আসলো । গাছটা ছেলেটাকে দেখে খুব
খুশি হল ।
গাছটা ছেলেটাকে বলল"আসো।
আমার সাথে খেলো ।" ছেলেটা বলল
"আমি খুব
দুঃখি ।
আমি বুড়ো হয়ে যাচ্ছি । আমি এখন
একটু সমুদ্রে ঘুড়ে আসতে চাই ।
তুমি কি আমাকে একটা নৌকাদিতে
গাছটা জবাব দিলো "আমার
গুড়ি তুমি নৌকা বানাতেকাজে লাগ
তুমিঅনেক
দূরে ঘুড়তে যেতে পারবে এবং আনন্
পাবে ।"তখন ছেলেটা গাছের
গুড়ি কেটে নিলো এবং একটা নৌকা
সে সমুদ্র
ভ্রমনে চলে গেলো এবং অনেক দিন
পর্যন্ত আর
ফিরলো না ।
ছেলেটা অনেক অনেক বছর
পরআবার ফিরে আসলো ।
গাছটাছেলেটাকে দেখে বলল
"আমি খুবই দুঃখিত বাবু ।
তোমাকে দেওয়ার মতো আমার আর
কিছুই নেই।
তোমারজন্য কোন
আপেল নেই।" ছেলেটা বলল "আপেল
খাওয়ারমতো দাত আমার নেই ।"
গাছটা বলল "আমার পিঠে চড়ার
জন্য কোন গুড়ি নেই ।"
ছেলেটা বলল "আমি অনেক
বুড়োহয়ে গেছি ।
তাই তোমার
পিঠে চড়তে পারবো না ।"
গাছটা দুঃখ নিয়ে বলল"তোমার জন্য
আমার কাছে আর কিছুই নেই ।
যা আছে , তা হল কিছু
মরমরা শিকড় ।" ছেলেটা বলল "আমার
এখন
বেশি কিছুই চাইনা ।
শুধুবিশ্রা মের
একটা জায়গা পেলেইআমি খুশি ।"
গাছটা একটু
খুশি হয়ে বলল"পুরোনো গাছের
শিকড় বিশ্রামেরজন্য আদর্শ জায়গা ।
আসো আমার
সাথেএসে বসো এবং বিশ্রাম
নাও।"
ছেলেটাগাছটারপাশ ে এসে বসলো ।
গাছটা অনেক
খুশি হলো এবং অশ্রুমাখা হাসি হা
এই গল্পটা সবার জন্যই প্রয়োজন
গল্পটা প্রতিকি ।
এখানে গাছটা দিয়ে আমাদের মা-
বাবা কে বুঝানো হয়েছে । আমরা যখন
ছোট ছিলাম ।
আমরা মা- বাবার সাথে খেলতে পছন্দ
করতাম
। যখন
আমরা বড় হয়ে যাই
তখনতাদেরকে ছেড়ে চলে যাই ।
আমাদের প্রয়োজনে অথবা যখন
আমরা বিপদে পরলেই শুধু তাদের
কাছে ছুটে আসি । মা-বাবা সব সময়
আপনার
সাথেই থাকবে ।
এবং আপনাকে খুশি করার সাধ্যমত
চেষ্টা করেন । আমাদের অনেকের
অবস্থাই অনেকটা গল্পের ছেলেটার
মতো ।
যেখানে ছেলেটা"গাছ" টার সাথে নিষ্ঠুর
ব্যাবহার করেছে ,
গাছটা কে সবসময়
একটা বোঝা মনে করেছে ।
ভুলে যাবেননা , মা- বাবা আপনারজন্য
অনেক বড় সম্পন
। আল্লাহতালা র সর্বশেষ্ঠ উপহার
আপনার
জন্য ।
তাদেরকে বোঝা মনেকরবেন না ।
আর তাছাড়ামা-
বাবা আপনারসাথে সারাজীবন
থাকবে না । তাই আসুন
আজকে থেকে প্রতিজ্ঞা করি মা-
বাবাকে আর
কখনো কষ্ট
দিবো না ।